এবার এক দফা আন্দোলনে নামবে বিএনপি : মির্জা ফখরুল

Looks like you've blocked notifications!

এবার এক দফা আন্দোলনে নামবে বিএনপি বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, অন্য কোনোভাবে এই দেশে নির্বাচন হবে না। নির্বাচন হতে হলে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে। এর জন্য আগে শেখ হাসিনাসহ গোটা সরকারকে পদত্যাগ করতে হবে। তত্ত্বাবধায়ক সরকার গঠনের পাশাপাশি নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। কারণ, বর্তমান নির্বাচন কমিশন ঠুঁঠো জগন্নাথ। তিনি বলেন, ‘১০ দফা নয়, ২০ দফা নয়, দফা এখন একটাই—সেই দফা হচ্ছে শেখ হাসিনার পদত্যাগ।’

আজ শনিবার (২০ মে) বিকেলে লালমনিরহাটের কালেক্টরেট মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘সারের দাম এখন অনেক। আজকে মানুষ ডিম, মাছ, মাংস কিনতে পারে না। যত ব্যবসায়ী আছে, তারা সবাই আওয়ামী লীগের। তারা সব জিনিসের দাম বাড়িয়েছে।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আরমগীর আরও বলেন, ‘আমাদের দলের প্রায় ৪০ লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। সাবেক এমপিসহ হাজার হাজার নেতাকর্মীকে গুম করা হয়েছে। ক্রোসফায়ারের নামে নেতাকর্মীদের হত্যা করেছে আওয়ামী লীগ সরকার। অসংখ্য শিশু বাবার জন্য, অসংখ্য স্ত্রী তার স্বামীর জন্য, অনেক মা তার সন্তানের ফিরে আসার প্রতীক্ষা করছে।’

ফখরুল বলেন, ‘জনগণের এখন দাবি একটাই সেটি হচ্ছে, শেখ হাসিনার পদত্যাগ। ফয়সালা হবে রাজপথে। সেই বাংলাদেশকে ফিরিয়ে দিতে হবে, যেই বাংলাদেশ আমরা মুক্তিযুদ্ধ করে পেয়েছি গণতান্ত্রিক বাংলাদেশ।’