এবার হজে যেতে পারবেন ৫৭ হাজার ৮৫৬ জন : ধর্ম প্রতিমন্ত্রী

Looks like you've blocked notifications!
জামালপুরের ইসলামপুরে পাথর্শী ইউনিয়ন আওয়ামী লীগের ইফতার মাহফিলে বক্তব্য দিচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল। ছবি : এনটিভি

এ বছর পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৮৫৬ জন হজে যেতে পারবেন বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল। আজ বুধবার সন্ধ্যায় জামালপুরের ইসলামপুরে পাথর্শী ইউনিয়ন আওয়ামী লীগের ইফতার মাহফিলে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

এ বছর সারা বিশ্ব থেকে ১০ লাখ হজযাত্রী হজ করতে পারবেন। বাংলাদেশের জন্য আনুপাতিক হারে এই সংখ্যা বরাদ্দ করা হয়েছে বলে প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে যারা হজে গমনের জন্য নিবন্ধন করেছেন, অটোমেশন পদ্ধতিতে হজযাত্রীরা পর্যায়ক্রমে সুযোগ পাবেন। সুষ্ঠুভাবে হজ ব্যবস্থপনার জন্য সরকারের সব প্রস্তুতি রয়েছে।

উপজেলার মলমগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে পাথর্শী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইফতেখার আলমের সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জামাল আব্দুন নাছের বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম প্রমুখ বক্তব্য দেন।