এবার হিলি সীমান্তে হচ্ছে না দুই বাংলার মিলন মেলা

Looks like you've blocked notifications!
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২০১৫ সাল থেকে দিনাজপুরের হিলি সীমান্তে দুই বাংলার মিলন মেলার আয়োজন করা হয়। ফাইল ছবি

আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তের শূন্য আঙিনায় বসছে না দুই বাংলার মিলন মেলা। হবে না কোনো অনুষ্ঠানও। করোনা পরিস্থিতির কারণে সবার স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়েছে আয়োজক কমিটি।

আয়োজক কমিটির উদ্যোক্তা হাকিমপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার লিয়াকত আলী জানিয়েছেন, ২০১৫ সাল থেকে স্থানীয়দের সহযোগিতায় ‘উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সাপ্তাহিক আলোকিত সীমান্ত’ এই আয়োজন করে আসছে। ফলে সীমান্তে স্থাপন করা হয় অস্থায়ী শহীদ মিনার ও মঞ্চ। সেখানে দুই দেশের রাজনৈতিক, সমাজসেবী ও সাংস্কৃতিক ব্যক্তিদের নিয়ে সারা দিনব্যাপী আলোচনা সভা, গান, নৃত্য আর কবিতার আসর বসে। শ্রদ্ধাভরে স্মরণ করা হয় ১৯৫২ সালে ভাষার জন্য আত্মদানকারী সব শহীদদের।

কিছুক্ষণের জন্য হলেও সব ভেদাভেদ ভুলে যান এই দুই দেশের বাংলা ভাষাভাষী মানুষেরা। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আগামীতে আবারও শুরু হবে একুশের অনুষ্ঠান।