এলসি সমস্যার সমাধান এক মাসের মধ্যে : পরিকল্পনামন্ত্রী

Looks like you've blocked notifications!
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ফাইল  ছবি

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, বাণিজ্যিক আমদানির ঋণপত্র (এলসি) খোলা নিয়ে বিরাজমান সমস্যাগুলো আগামী এক মাসের মধ্য সমাধান হয়ে যাবে। এখনই সংকট কিছুটা নরমাল হয়ে এসেছে। ডিসেম্বরের মধ্যেই সমস্যার সমাধান হবে।

আজ বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন।

এমএ মান্নান বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আগেও কথা হয়েছে। এলসি খোলা নিয়ে যেসব সমস্যা রয়েছে তা সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমান সরকার পুরোপুরি ব্যবসাবান্ধব। দেশের অর্থনীতির ৮০ শতাংশ ব্যবসায়ীদের হাতে। কাজেই ব্যবসা সচল রাখতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।’

মন্ত্রী বলেন, ‘যেসব দেশ উন্নয়ন করেছে, তাদের সামাজিক শান্তি ঠিক ছিল। আমরাও ব্যবসায়ীদের এতোদিন নিরবচ্ছিন্ন কাজ করতে দিয়েছি। কিন্তু এখন রাজনীতির নামে অরাজকতা করে সে শান্তি নষ্ট করার অপচেষ্টা চলছে। সবাই মিলে সেই অপচেষ্টা রুখতে হবে।’