এসএসসি-এইচএসসির মধ্যে গ্যাপ থাকলে মিলবে না মেডিকেলে পড়ার সুযোগ
এসএসসি ও এইচএসসির মধ্যে গ্যাপ থাকলে মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থাকবে না বলে জানিয়েছেন আপিল বিভাগ। আজ মঙ্গলবার (৭ মার্চ) এ আদেশ দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ। সেইসঙ্গে ভর্তি পরীক্ষায় ১৭ শিক্ষার্থীকে অংশগ্রহণের নির্দেশ দিয়ে হাইকোর্টের রায়টি স্থগিত করে দেওয়া হয়।
এর আগে গত ১৫ ফেব্রুয়ারি বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ স্টাডি ব্রেক থাকা ১৭ এইচএসসি পাস শিক্ষার্থীকে ২০২৩ সালের মেডিকেল ভর্তি পরীক্ষায় সুযোগ দেওয়ার নির্দেশ দেন। সেইসঙ্গে কেন তাদের ভর্তি পরীক্ষায় অংশ নিতে না দেওয়া অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেন, যা আজ স্থগিত করে দিলেন আপিল বিভাগ।
২০২২ সালে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে মেডিকেলে ভর্তি পরীক্ষার শর্ত হিসেবে বলা হয়েছিল, এইচএসসি বা সমমান পরীক্ষা পাসের পূববর্তী তিন শিক্ষাবর্ষের মধ্যে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কিন্তু ২০২৩ সালের বিজ্ঞপ্তিতে শর্ত হিসেবে তিন শিক্ষাবর্ষের জায়গায় এইচএসসির পূর্ববর্তী দুই শিক্ষাবর্ষের মধ্যে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ, যারা কোনো কারণে দুবার এইচএসসি পরীক্ষা দিয়েছেন তারা মেডিকেলের ভর্তি পরীক্ষার জন্য অযোগ্য হয়েছেন।
এর প্রতিক্রিয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা বলছেন, আগে কোনো সময় এইচএসসি রিপিটারদের অযোগ্য করা হয়নি, এ পর্যন্ত তারা পরীক্ষা দিতে পেরেছে। এবারও টাকা জমা দেওয়ার আগে এই অযোগ্যতার কথা স্পষ্টভাবে বলা হয়নি। সার্কুলারে জটিলভাবে বিষয়টি বলা আছে। যদি বলা হতো—সেকেন্ড টাইমাররা দিতে পারবে, রিপিটাররা দিতে পারবে না, তাহলে আর সমস্যা থাকত না।

নিজস্ব প্রতিবেদক