এসএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্ত করায় ছাত্রলীগের পাল্টাপাল্টি হামলায় আহত ৪

Looks like you've blocked notifications!
হাসপাতালে চিকিৎসাধীন আহতরা। ছবি : এনটিভি

কুষ্টিয়ার কুমারখালীতে দুই এসএসসি পরীক্ষার্থীর পথ আটকে উত্ত্যক্তের ঘটনায় ছাত্রলীগের স্থানীয় দুই পক্ষের পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হয়েছে। আজ শনিবার দুপুরে এই ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার পান্টি ইউনিয়নের পূর্বাশা ক্লাব এলাকায় ও পরে যদুবয়রা ইউনিয়নের জয় বাংলা বাজারে পৃথক হামলার ঘটনা ঘটে।

হামলায় যদুবয়রা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. সোহেল রানা (২৮), ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন (৩২), ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রনি আহমেদ (২৩) ও চর এতমামপুর গ্রামের মো. বাবলু শেখ (৪০) আহত হয়েছেন। আহতরা উপজেলা কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ ও এলাকাবাসীসূত্রে জানা যায়, দুই এসএসসি পরীক্ষার্থী পরীক্ষা শেষে পান্টি থেকে যদুবয়রার দিকে আসছিল। তাদের সঙ্গে ছিলেন ছাত্রলীগনেতা রনি আহমেদ। পথিমধ্যে পূর্বাশা ক্লাব এলাকায় হেলমেট ও মুখবাঁধা অবস্থায় পাঁচ-ছয়জন তাদের পথ আটকে শিক্ষার্থীদের উত্ত্যক্ত করেন। এ সময় ওই দুর্বৃত্তদের হাতে হাতুড়ি ও লাঠিসোঁটা ছিল। এসময় রনি আহমেদকে হাতুড়িপেটা করা হয়।

খবর পেয়ে শিক্ষার্থী ও ছাত্রলীগনেতার পক্ষের লোকজন যদুবয়রা জয় বাংলা বাজারে অবস্থান নেন। বেলা ২টার  দিকে সেখানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহেল রানা ও স্বেচ্ছাসেবক লীগ নেতা বিল্লাল গুরুতর জখম হন।

আহত রনি আহমেদ বলেন, ‘ছোট বোনকে পরীক্ষা কেন্দ্র থেকে নিয়ে বাড়িতে ফিরছিলাম। পথিমধ্যে পূর্বাশা ক্লাব এলাকায় পৌঁছালে হেলমেট ও মুখবাঁধা ৫-৬জন পথ অবরোধ করে বোনকে উত্ত্যক্ত করতে থাকেন। বাধা দিলে আমাকে হাতুড়িপেটা করে গুরুতর আহত করেন। এ সময় আমি কয়েকজনকে চিনতে পেরেছি। তাঁরা আমাদের এলাকার প্রতিপক্ষ গ্রুপ।’ 

উত্ত্যক্তের অভিযোগ অস্বীকার করে যদুবয়রা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহেল রানা বলেন, ‘প্রতিপক্ষরা চেয়ারম্যানকে ঘিরে ফেলেছে—এমন খবরে বাজারে ছুটে যাই। বাজারে পৌঁছানোর সঙ্গে সঙ্গে প্রতিপক্ষরা পেছন থেকে আঘাত করলে আমি মাটিতে পড়ে যায়।’

এ বিষয়ে আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান সাবু বলেন, ‘বিরোধী পক্ষের লোকজন আমাদের দুই ছাত্রীকে ইভটিজিং করেছে। প্রতিবাদ করায় একজনকে হাতুড়িপেটা করেছে। পরে ওরাই আবার জয় বাংলা বাজারে আমাদের লোকজনের ওপর হামলা চালিয়েছে।’

অভিযোগ অস্বীকার করে যদুবয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ‘প্রতিপক্ষের হামলায় আমার দুজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।’

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, ‘এসএসসি পরীক্ষার্থীদের উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত জয় বাংলা বাজারে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে দুই পক্ষের চারজন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। নতুন করে সংঘর্ষ এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।’

ওসি আরও বলেন, ‘এখন পর্যন্ত কোন পক্ষই থানায় কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে যাচাই-বাছাই করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’