ঐক্যবদ্ধভাবে অপপ্রচারকারীদের মোকাবিলা করতে হবে : পররাষ্ট্রমন্ত্রী

Looks like you've blocked notifications!
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। ফাইল ছবি

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ছাত্রলীগ নেতাদের উদ্দেশে বলেছেন, ঐক্যবদ্ধভাবে অপপ্রচারকারীদের মোকাবিলা করতে হবে।’ 

আজ শুক্রবার সন্ধ্যায় সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

যুদ্ধে টালমাটাল বর্তমান সময়ে বাংলাদেশ অন্যান্য দেশের তুলনায় ভালো আছে উল্লেখ করে ব্যাখ্যা দেন মন্ত্রী। এসময় তিনি বলেন, ‘অপপ্রচারকারীদের মোকাবিলা সম্ভব।’ 

পররাষ্ট্রমন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে আরও বলেন, ‘একটি মহল নানাভাবে বর্তমান সরকারের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত। এর মাধ্যমে তারা সরকারের জনকল্যাণমূলক কাজকে আড়াল করতে চায়। জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াতে এবং বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারকে বেকায়দায় ফেলতে তাদের এমন অপপ্রয়াস।’

পররাষ্ট্রমন্ত্রী ছাত্রলীগ নেতাদের বলেন, ‘জনগণের কাছে গিয়ে তাদের বোঝাতে হবে, যুদ্ধকালীন এই বিরূপ পরিস্থিতিতেও বিশ্বের অন্যান্য দেশ থেকে আমরা কতটা ভালো আছি। সবিস্তারে তা তুলে ধরতে হবে।’

সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোয়ার জাহান সৌরভের সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজের পরিচালনায় শোকসভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমদ।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাতি আসাদ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা প্রমুখ।