‘ঐক্যবদ্ধ থাকলে অপশক্তি সামনে আসার সাহস পাবে না’
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার বলেছেন, ‘ধর্মীয় সহিংসতার বিরুদ্ধে সবাইকে যেমন ঐক্যবদ্ধ থাকতে হবে, তেমনি সামাজিক সম্প্রীতি গড়ে তুলতে প্রত্যেক ধর্মের মানুষকে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি সামনে আসার সাহস পাবে না।’
আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা প্রশাসনের আয়োজনে সহিংস উগ্রবাদ প্রতিরোধ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপমন্ত্রী এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার হাই, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা আরও বলেন, মোংলায় শান্তি শৃঙ্খলা বিনষ্ট হয় এমন কোনো ঘটনা দীর্ঘকালেও ঘটেনি। তবে আমরা একাত্রিত থাকলে যে কোনো অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা সহজ হবে। আমরা সব ধর্মের মানুষ একত্রে বসবাস করছি, আগামীতেও সবাই ঐক্যবদ্ধভাবেই থাকব।
মতবিনিময় সভায় উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
এর আগে অফিসার্স ক্লাবে উপমন্ত্রী ঐচ্ছিক তহবিলের চেক, ভূমি হুকুম দখল ক্ষতিপূরণের চেক, স্বেচ্ছাসেবী মহিলা সমিতির অনুদানের চেক, ক্ষুদ্র ঋণ, বাইসাইকেল ও কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ বিতরণ করেন।