কক্সবাজারে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরিয়ে নিতে অভিযান শুরু

Looks like you've blocked notifications!
কক্সবাজারের জেলা প্রশাসক মামুনুর রশীদ পাহাড়ের ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করছেন। ছবি : এনটিভি

কক্সবাজার শহরসহ বিভিন্ন পাহাড়ি এলাকায় ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে কক্সবাজারের জেলা প্রশাসন। আজ শনিবার সকাল থেকে কক্সবাজারের জেলা প্রশাসকের নেতৃত্বে আটটি টিম শহরসহ জেলার বিভিন্ন পাহাড়ি এলাকায় অভিযান চালায়।

এ সময় পাহাড়ের পাদদেশে জীবনের ঝুঁকি নিয়ে বসবাসকারীদের জীবন রক্ষায় সাইক্লোন শেল্টার অথবা আত্মীয়-স্বজনের বাসা বাড়িতে চলে যাওয়ার অনুরোধ করেন জেলা প্রশাসক। অন্যথায় কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন।

পাহাড়ে বসবাসকারীদের প্রতি অনুরোধ জানিয়ে জেলা প্রশাসক মামুনুর রশীদ নিজেই মাইকিং করেন এবং জানান, টানা বর্ষণে পাহাড় ধসের ঘটনা আমাদের ভাবিয়ে তুলছে। এরই মধ্যে অনেকের প্রাণহানি হয়েছে। বিধ্বস্ত হয়েছে বসতবাড়ি। আমরা কাউকে ঝুঁকিপূর্ণ স্থানে বসবাস করতে দেব না। জীবনের নিরাপত্তার বিষয়টি আপনাদেরও সেটি বুঝতে হবে।

অভিযানকালে সেখানকার বাসিন্দাদের বোঝানোর চেষ্টা করেন এবং তাদের বসতঘর তালাবদ্ধ করে আশ্রয়কেন্দ্র চলে যাওয়ার বিশেষ অনুরোধ জানান। অন্যথায় প্রশাসনের টিম গিয়ে ঘরগুলো তালা মেরে দেবে বলে ঘোষণা দেন। অভিযানকালে কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমিন আল পারভেজ, স্থানীয় কাউন্সিলর হেলাল উদ্দিন কবিরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক থেকে জানানো কক্সবাজারে পাহাড়ি এলাকায় ঝুঁকিপূর্ণ বসবাসকারী সরিয়ে নিতে এই অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত সপ্তাহে কক্সবাজারে ভারি বর্ষণকালে জেলার টেকনাফ উখিয়া মহেশখালী এবং রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ১৩ জন নিহত হয়েছে। কক্সবাজার শহরসহ জেলার বিভিন্ন পাহাড়ি এলাকায় ঝুঁকিপূর্ণ বসবাস করছে অন্তত তিন লাখ মানুষ।