কঠোর নিরাপত্তায় কুষ্টিয়া জেলা পরিষদে ভোটগ্রহণ চলছে

Looks like you've blocked notifications!
কঠোর নিরাপত্তায় কুষ্টিয়ার জেলা পরিষদ নির্বাচন। ছবি : এনটিভি

কেন্দ্রে কেন্দ্রে সিসি ক্যামেরাসহ কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে কুষ্টিয়া জেলা পরিষদের ভোটগ্রহণ চলছে। আজ সোমবার সকাল ৯টায় জেলার ৬টি কেন্দ্রে একযোগে এই ভোটগ্রহণ শুরু হয়। চলবে বেলা ২টা পর্যন্ত।

কুষ্টিয়ায় মোট ৯৪২ জন জনপ্রতিনিধি তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। কুষ্টিয়ায় এবার চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী ভোটযুদ্ধে অংশ নিয়েছেন। আওয়ামী লীগ থেকে মনোনীত জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান আনারস ও জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন।

এছাড়াও ছয়টি উপজেলা সদস্য পদে ২৫ জন প্রার্থী ও সংরক্ষিত দুই মহিলা সদস্যের বিপরীতে ১১ জন নারী প্রার্থী অংশ নিচ্ছেন।

সহকারি রিটানিং কর্মকর্তা ও জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম বলেন, ‘এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কেন্দ্রে ও কেন্দ্রের বাইরে সিসি ক্যামেরা স্থাপনসহ কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’