কপোতাক্ষ নদে নীতিমালা না মেনে সেতু নির্মাণের অভিযোগ

Looks like you've blocked notifications!
যশোরে ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে কপোতাক্ষ বাঁচাও আন্দোলন কমিটির সংবাদ সম্মেলন। ছবি : এনটিভি

যশোর-বেনাপোল সড়কে যে দুটি সেতু নির্মাণ করা হচ্ছে, সেখানে নদী সংক্রান্ত কোনো নীতিমালাই মানা হচ্ছে না বলে অভিযোগ করেছেন কপোতাক্ষ নদ বাঁচাও আন্দোলন কমিটির নেতারা।

আজ বুধবার দুপুরে যশোরে ওয়ার্কার্স পার্টির  কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কপোতাক্ষ বাঁচাও আন্দোলন কমিটির আহ্বায়ক অনিল বিশ্বাস। এ সময় সেখানে কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবীর জাহিদসহ যশোর, খুলনা, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহের নদী বাঁচাও আন্দোলন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

ঝিকরগাছায় কপোতাক্ষ নদের উপর নির্মিত একটি সেতুর তলদেশ সামান্য বৃষ্টির পানিতেই ছুঁই ছুঁই করছে। ছবি : এনটিভি

নেতারা বলেন, ঝিকরগাছায় কপোতাক্ষ নদের উপর জাইকার অর্থায়নে ১৫০ কোটি টাকা ব্যয়ে নির্মীয়মাণ দুটি সেতুর একটির কাজ শেষ হয়েছে। সামান্য বৃষ্টিতেই নদীর পানি এ সেতুর তলদেশ ছুয়ে ফেলছে। ভরা মৌসুমে এই সেতুর নিচ দিয়ে নৌকা চলাচল করতে পারবে না। নেতারা বলেন, ভুল নকশায় বিআরটিএ ও পানি উন্নয়ন বোর্ডের অনুমোদন না নিয়েই সেতুটি এত নিচু করে তৈরি করা হয়েছে যে, কপোতাক্ষ নদ আরও নাব্যতা হারিয়ে ফেলবে। নৌ চলাচল বন্ধ হয়ে যাবে। এ অবস্থায় সেতুর নির্মিত অংশটি নদের নাব্য ও নৌ চলাচলের উপযোগী করে সংস্কার এবং সেভাবেই সেতুর বাকি অংশের কাজ শেষ করার দাবি করেন নেতারা।