কমলনগরে আফিয়া-বারী হাফিজিয়া মাদ্রাসায় বার্ষিক ওয়াজ মাহফিল
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ইসলামপাড়া এলাকার আফিয়া-বারী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় গতকাল সোমবার সন্ধ্যায় বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সাবেক ভাইস চেয়ারম্যান নুরুল ইসলামের সভাপতিত্বে ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি এনটিভির বার্তা সম্পাদক আবদুস শহিদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।
বিশেষ অতিথি ছিলেন কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী, ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফয়সল আহমেদ রতন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহে আলম প্রমুখ।
মাহফিলে প্রধান বক্তা ছিলেন পটুয়াখালীর মাওলানা মাহবুবুর রহমান। বিশেষ বক্তা ছিলেন জায়েদ হোসাইন ফারুকী, মুফতি সফিকুল ইসলাম, ইব্রাহিম শামীম, মফিজুল ইসলাম ও মোহাম্মদ মোহসিন।
এনটিভির বার্তা সম্পাদক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সাংবাদিক আবদুস শহিদ তাঁর মা-বাবার নামে তোরাবগঞ্জ এলাকায় আফিয়া-বারী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানাটি প্রতিষ্ঠা করেন।