কমলাপুর স্টেডিয়ামে সমাবেশ করতে চায় বিএনপি, পুলিশের প্রস্তাব বাঙলা কলেজ

Looks like you've blocked notifications!
ছবি : সংগৃহীত

বিএনপি ১০ ডিসেম্বরের গণসমাবেশের জন্য কমলাপুর স্টেডিয়াম মাঠ চেয়েছে। তবে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে মিরপুর সরকারি বাঙলা কলেজ মাঠের কথা বলা হয়েছে।

আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু।

এদিন সন্ধ্যা সাড়ে ৬টায় পুলিশ কমিশনারের কার্যালয়ে বৈঠক শুরু হওয়ার কথা থাকলেও সন্ধ্যা ৭টার পর বিএনপি নেতাকর্মীরা সেখানে পৌঁছান। এরপর শুরু হয় বৈঠক।

প্রতিনিধি দলে ছিলেন—বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট আহমেদ আজম খান, অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন ও বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

আলোচনা শেষে বিএনপির ভাইস চেয়ারম্যন বরকত উল্লাহ বুলু সাংবাদিকদের বলেন, ‘আমরা দুই ঘণ্টা ধরে পুলিশের সঙ্গে আলোচনা করেছি। আমরা বলেছি—আমাদের কার্যালয় খুলে দিতে হবে। তারা বলেছেন আপনারা কার্যালয়ে যেতে পারেন।’

বুলু আরও বলেন, ‘পরে শনিবারের সমাবেশের ভেন্যুর আমরা আরামবাগ বলেছি, তারা রাজি হয়নি। সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুলের কথা বলেছি, সেটাও তারা রাজি হয়নি। আমরা ফকিরাপুল স্টেডিয়ামের কথাও বলেছি।'

বিএনপির এই নেতা বলেন, ‘তারা (ডিএমপি) প্রস্তাব করেছেন, মিরপুরের সরকারি বাঙলা কলেজ মাঠ। আমরা সেখানে যাব, পরিদর্শন করব। তারপর সিদ্ধান্ত নেব।’

বৈঠক শেষে রাত সাড়ে ৯টায় ডিবি প্রধান হারুন অর রশিদ সাংবাদিকদের বলেন, ‘বিএনপির ৫ সদস্যের প্রতিনিধিদল ডিএমপির সদরদপ্তরে এসেছিলেন। দুই ঘণ্টা সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। সমাবেশের জন্য দুটি ভেন্যু নিয়ে কথা হয়েছে। একটি হলো কমলাপুর স্টেডিয়াম। অন্যটি হলো মিরপুর বাঙলা কলেজ মাঠ। কালসিতে তারা রাজি নয়। আমরা দুটি স্থানই দেখব। উনারাও দেখবেন। এই দুটোর মধ্যে একটা ভেন্যু নির্ধারণ হবে।’

হারুণ বলেন, ‘ভেন্যু নিয়ে উনাদের সঙ্গে যে দ্বিধাদ্বন্দ্ব ছিল, সেটা আগামীকাল কেটে যাবে। আজ রাত অথবা আগামীকাল সকালে আমরা ভেন্যু পরিদর্শন করব। এই দুই ভেন্যুর মধ্যে একটিতে সমাবেশ হবে, আমরা ইতোমধ্যে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি।’