কমলাপুর স্টেশনে রনির অবস্থান কর্মসূচিতে ডা. জাফরুল্লাহ

Looks like you've blocked notifications!
কমলাপুর স্টেশনে আজ রোববার বিকেলে মহিউদ্দিন রনির অবস্থান কর্মসূচিতে গণস্বাস্থ্যে কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। ছবি : সংগৃহীত

বাংলাদেশ রেলের অব্যবস্থাপনার পরিবর্তন’ দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মহিউদ্দিন রনির ৬ দফার সঙ্গে সংহতি জানিয়েছেন গণস্বাস্থ্যে কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। আজ রোববার তিনি কমলাপুর স্টেশনে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন।

জানা গেছে, আজ রোববার বিকেল ৫টার দিকে কমলাপুর রেলওয়ে স্টেশনে উপস্থিত হন ডা. জাফরুল্লাহ। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু, বীর মুক্তিযোদ্ধা আক্তার হোসেন, হাবীবুর রহমান রিজু, মহিবুল্লাহ বাহার প্রমুখ।

মিন্টু এনটিভি অনলাইনকে জানান, ‘গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মহিউদ্দিন রনির ৬ দফা দাবির যে লড়াই করে যাচ্ছেন, তার প্রতি পূর্ণ সমর্থন জানাতে আজ বিকেল ৫টার দিকে কমলাপুর রেলওয়ে স্টেশনে উপস্থিত হন।’

মিন্টু আরও জানান, ‘ডা. জাফরুল্লাহ চৌধুরীকে কমলাপুর রেলওয়ে স্টেশনের ভেতরে প্রবেশ করতে দেওয়ার জন্য বারবার নিরাপত্তা বাহিনীতে অনুরোধ জানান। ভেতরে প্রবেশ করতে না দেওয়ায় তিনি স্টেশনের বাইরে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন।’

গত ৭ জুলাই রেলওয়ের অব্যবস্থাপনা ও যাত্রী হয়রানির প্রতিবাদে হাতে শিকল বাঁধা অবস্থায় কমলাপুর স্টেশনে অবস্থান নেন মহিউদ্দিন রনি। রনি জানান, যতদিন দাবি আদায় না হবে, ততদিন তার এই অবস্থান কর্মসূচি চলবে।