করোনায় মৃত্যু শূন্য, আক্রান্ত ১৬

Looks like you've blocked notifications!
করোনার নমুনা পরীক্ষার প্রতীকী ছবি

করোনায় মৃত্যুশূন্য সাত দিন পার করল দেশ। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ১৬ জন শনাক্ত হলেও কেউ মারা যায়নি। সর্বশেষ ২১ নভেম্বর করোনায় একজন মারা যায়। এখন পর্যন্ত মোট ২০ লাখ ৩৬ হাজার ৫২৭ জন শনাক্ত হয়েছে। মোট ২৯ হাজার ৪৩১ জন মারা গেছে।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৭৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৮৫ হাজার ৫৭৮ জন। এ সময়ে দুই হাজার ৪০৬টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় দুই হাজার ৩৯৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৬৭ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫০ শতাংশ, মৃত্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ।