করোনা উপসর্গে পাহাড়ি বৃদ্ধের মৃত্যু, বাড়ি লকডাউন
বান্দরবানে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারমা সম্প্রদায়ের এক বৃদ্ধের (৬০) মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত ব্যক্তির বাড়িটি আজ শুক্রবার দুপুরে লকডাউন করেছে স্থানীয় প্রশাসন।
প্রশাসন ও স্থানীয়রা জানায়, বান্দরবান সদর উপজেলায় শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, গলাব্যথা নিয়ে এক পাহাড়ি মারমা বৃদ্ধের মৃত্যু হয়েছে। খবর পেয়ে প্রশাসন, পুলিশ, স্বাস্থ্য বিভাগের একটি মেডিকেল টিম ঘটনাস্থল পরির্দশন করেছে। নিহতের নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ।
স্থানীয় কোহালং ইউনিয়ন পরিষদের সদস্য অংচাহ্লা মারমা বলেন, ‘পাঁচ থেকে ছয় দিন ধরে ওই বৃদ্ধ শ্বাসকষ্ট, জ্বর ও গলাব্যথায় ভুগছিলেন। কিন্তু তিনি কোনো হাসপাতালে বা চিকিৎসকের কাছে না গিয়ে স্থানীয় বৈদ্যের কাছ থেকে তান্ত্রিক চিকিৎসাসেবা নেন।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সিভিল সার্জন ডা. অংসুই প্রু বলেন, ‘জ্বর ও শ্বাসকষ্টে একজনের মৃত্যু হয়েছে। মেডিকেল টিম ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেছে। প্রশাসনের সহযোগিতায় নিহতের বাড়ি লকডাউন করা হয়েছে। রিপোর্ট না আসা পর্যন্ত মৃত ব্যক্তির সংস্পর্শে থাকা এবং তাঁর পরিবারের সদস্যদের কোয়ারেন্টিনে রাখার বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’