করোনা যে হারে বাড়ছে, মৃত্যুহার আরও বাড়বে : স্বাস্থ্যমন্ত্রী

Looks like you've blocked notifications!
রোববার সকালে এক সংবাদ সম্মেলনে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ছবি : এনটিভি

দেশে নভেল করোনাভাইরাসের সংক্রমণ যে হারে বেড়ে চলেছে, তাতে মৃত্যুর হার আরও বাড়বে বলে আশঙ্কা করছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ রোববার সকালে এক সংবাদ সম্মেলনে এমন আশঙ্কা প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী।

এ ছাড়া করোনার টিকার বুস্টার ডোজ গ্রহণের বয়সসীমা ৪০ বছরে নামিয়ে আনা হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

জাহিদ মালেক বলেন, “করোনার সংক্রমণের হার প্রায় ২০ গুণ বেড়ে গেছে। এটা আশঙ্কাজনক। কোভিডের সংক্রমণ বেড়ে গেছে, সে কারণে মৃত্যুর হারও বাড়বে। সংক্রমণ বাড়লে মৃত্যু বাড়বেই। আমরা একটি কথা বলে থাকি—সেটা হচ্ছে ‘মৃদু’। আসলে ‘মৃদু’ কথাটা সঠিক নয়।’

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরও বলেন, ‘আগ্রাসী সংক্রমণ নিয়ন্ত্রণে সবার স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই। এটা আমাদের নৈতিক দায়িত্ব।’

এ ছাড়া পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালগুলোতে বাড়তি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।