করোনায় আক্রান্ত অ্যাটর্নি জেনারেল

Looks like you've blocked notifications!
অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। ফাইল ছবি

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ সোমবার অ্যাটর্নি জেনারেল নিজেই এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন।

এম আমিন উদ্দিন  বলেন, গতকাল করোনা টেস্ট করলে রেজাল্ট পজিটিভ আসে। এখন বাসায় আইসোলেশনে আছি। শারীরিকভাবে সুস্থ আছেন বলেও জানান তিনি।

২০২০ সালের ৮ অক্টোবর রাষ্ট্রপতি আব্দুল হামিদ এ এম আমিন উদ্দিনকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেন। তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির আগে দুই মেয়াদে সাধারণ সম্পাদক ছিলেন। ২০১৯-২০ মেয়াদে তিনি সমিতির সভাপতি ছিলেন।

সর্বশেষ ২০২০-২১ মেয়াদেও এ এম আমিন উদ্দিন সমিতির সভাপতি নির্বাচিত হন। তিনি প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের জুনিয়র সহকর্মী হিসেবে কাজ করেছেন। তিনি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় জন্মগ্রহণ করেন।