করোনায় আক্রান্ত প্রধান নির্বাচন কমিশনার

Looks like you've blocked notifications!
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ছবি : সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল করোনায় আক্রান্ত হয়েছেন। অসুস্থতার কারণে গতকাল বুধবার আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন ইসির জনসংযোগ শাখার পরিচালক ও যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান।

এস এম আসাদুজ্জামান বলেন, ‘আজ সকালে সিইসির করোনায় আক্রান্ত হওয়ার খবর জানতে পেরেছি। তিনি নিজেই কমিশনে ফোন করে এ তথ্য জানিয়েছেন।’

আগামী দ্বাদশ জাতীয সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে ২০২৩ সালের ডিসেম্বরের শেষে অথবা ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে। এ উপলক্ষে নির্বাচন কমিশন (ইসি) তাদের কর্মপরিকল্পনা প্রকাশ করেছে গতকাল বুধবার।

সিইসির অনুপস্থিতিতে ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.)। তিনি জানিয়েছিলেন, ‘সিইসি অসুস্থতার কারণে এ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।’