করোনায় আরও ৪ জনের মৃত্যু, শনাক্ত ৬২১
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন শনাক্ত হয়েছে ৬২১ জন।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক বিজ্ঞপ্তি থেকে আজ মঙ্গলবার এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তি বলছে, নতুন করে চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যু হয়েছে ২৯ হাজার ২৭৫ জনের। এদের মধ্যে দুজন পুরুষ ও দুইজন নারী। এ পর্যন্ত মারা গেছে ১৮ হাজার ৬৮৬ জন পুরুষ, ১০ হাজার ৫৮৯ জন নারী আছেন। দেশে এ পর্যন্ত মোট করোনা শনাক্তের সংখ্যা ২০ লাখ ২ হাজার ৯৪৪ জন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে এক হাজার ১৩২ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৩৮ হাজার ৩৭২ জন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশের ৮৮০টি ল্যাবরেটরিতে ১০ হাজার ১১৯টি নমুনা সংগ্রহ এবং ১০ হাজার ৫৩টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্তের হার গিয়ে দাঁড়ায় ৬ দশমিক ১৪ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৪ শতাংশ।
উল্লেখ্য, দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর দশ দিনের মাথায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।