করোনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু ১, শনাক্ত ১৩৪

Looks like you've blocked notifications!
নভেল করোনাভাইরাসে মৃতের লাশ নিয়ে যাচ্ছেন স্বেচ্ছাসেবকেরা। ছবি : সংগৃহীত

নভেল করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। তবে, গত দুদিন কারও মুত্যু হয়নি। এ সময়ে নতুন করে ১৩৪ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৯ লাখ ৫০ হাজার ৯৮০ জন। আর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ১১৮ জনে।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৯২১ জন। এ নিয়ে দেশে মোট ১৮ লাখ ৭৩ হাজার ৭৬৬ জন করোনা থেকে সুস্থ হলো। দৈনিক শনাক্তের হার এক দশমিক ২৭ শতাংশ। আজ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ১৯ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৮৭৮টি ল্যাবে ১০ হাজার ৫২১টি নমুনা পরীক্ষা করা হয়। মোট নমুনা সংগ্রহ করা হয় ১০ হাজার ৫৭১টি। নতুন মারা যাওয়া ব্যক্তি নারী। তিনি ঢাকার বাসিন্দা। তাঁর বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে। তিনি সরকারি হাসপাতালে মারা গেছেন।  

উল্লেখ্য, দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। তার ঠিক ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।