করোনায় গত ২৪ ঘণ্টায় শনাক্ত ৩৪

Looks like you've blocked notifications!
করোনা পরীক্ষার প্রতীকী ছবি।

করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। তবে এসময়ে ৩৪ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত ১৯ লাখ ৫৩ হাজার ২৯৮ জন। 

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে করোনায় মৃত্যুর সংখ্যা এখন পর্যন্ত ২৯ হাজার ১৩০ জন। গত ২৪ ঘণ্টায় নতুন ৩৪ জনকে নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ২৯৮ জন। এ ছাড়া শেষ ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২২৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ এক হাজার ৩৮৫ জন। 

সারা দেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৭৯টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে চার হাজার ৩২৫ এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে চার হাজার ৩৩৩টি। এ পর্যন্ত দেশে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে এক কোটি ৪০ লাখ ৯১ হাজার ৬৬০টি।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার শূন্য দশমিক ৭৯ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৮৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৩৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ।