করোনায় পৃথিবী হিমশিম খেলেও আমাদের উন্নয়ন অব্যাহত আছে : শিল্পমন্ত্রী
শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, ‘দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হচ্ছে। করোনার সময়ে যখন অর্থনৈতিক ক্ষেত্রে পৃথিবী হিমশিম খাচ্ছে, তখন আমাদের সব উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। পদ্মা সেতু, মেট্রো রেল, গভীর সমুদ্র বন্দরসহ প্রত্যেকটি মেগা প্রজেক্টের কাজ চলছে।’
শিল্পমন্ত্রী আরও বলেন, ‘আমাদের প্রচুর দক্ষ শ্রমিক প্রয়োজন। শিক্ষা ছাড়া দক্ষ শ্রমিক তৈরি হয় না। তবে দক্ষ শ্রমিক তৈরি করতে হলে, অর্থনৈতিকভাবে এগিয়ে যেতে হলে, সাধারণ শিক্ষার পাশাপাশি আমাদের কারিগরি শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে।’
আজ শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৯০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এ কথা বলেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, সোনারগাঁয়ের সাবেক সংসদ সদস্য কায়সার হাসনাত, অতিরিক্ত আইজিপি (স্পেশাল ব্রাঞ্চ) মাহবুব হোসেন, ডিআইজি (সিআইডি) মোহাম্মদ আবুল কালাম আজাদ, অগ্রণী ব্যাংকের পরিচালক তানজিনা ইসমাইল, হোসেনপুর ডিগ্রি কলেজের পরিচালনা পরিষদের সভাপতি এম এ আউয়াল প্রমুখ।
মন্ত্রী তাঁর বক্তব্যে আরও বলেন, ‘বঙ্গবন্ধুর সঙ্গে আরও অনেক নেতা থাকলেও তাঁরা বঙ্গবন্ধু বা জাতির পিতা হতে পারেননি। কারণ, বঙ্গবন্ধু ছাত্রাবস্থা থেকে জীবনের শেষ পর্যন্ত গণমানুষের দাবির পক্ষে অবিচল ছিলেন।’ তিনি বলেন, ‘প্রতিটি জেলা-উপজেলায় সোনারগাঁয়ের মাজহারুলের মতো অসংখ্য মানুষ আত্মত্যাগ করে স্বাধীনতা এনে দিয়েছে।’
সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু বলেন, সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য রক্ষায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে।
সাবেক সংসদ সদস্য কায়সার হাসনাত ঊনসত্তরের গণঅভ্যুত্থানে নিহত সোনারগাঁয়ের হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ছাত্র মাজহারুল ইসলাম স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানান।