করোনায় মৃত্যু নেই, শনাক্ত ১৫

Looks like you've blocked notifications!
করোনার নমুনা পরীক্ষার প্রতীকী ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ১৫ জন। এখন পর্যন্ত মোট ২০ লাখ ৩৬ হাজার ৬৩৭ জন শনাক্ত হয়েছে। এ সময়ের মধ্যে কেউ মারা যায়নি। এ পর্যন্ত মোট ২৯ হাজার ৪৩৪ জন মারা গেছে।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৫৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৮৬ হাজার ১০৭ জন।

এ সময়ে দুই হাজার ২০২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় দুই হাজার ১৯৩টি নমুনা।

পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৬৮ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৪৮ শতাংশ, মৃত্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ।