করোনায় সাতজনের মৃত্যু, আক্রান্ত ৫০০ ছাড়িয়েছে
দেশে নভেল করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যু হয়েছে ২৮ হাজার ৭০ জনের। নতুন করে আরও ৫০৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। দেশে মোট ১৫ লাখ ৮৫ হাজার ২৭ জন করোনায় আক্রান্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৩৯৫ জন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৪৮ হাজার ৮১১ জন করোনা থেকে সুস্থ হলো।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮৫২টি ল্যাবে ২২ হাজার ৬৬৮টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ২২ হাজার ৬৬৭টি। করোনা শনাক্তের হার দুই দশমিক ২৫ শতাংশ। এই পর্যন্ত গড় শনাক্তের হার ১৩ দশমিক ৮২ শতাংশ।
মৃত্যুবরণকারীদের মধ্যে চারজন পুরুষ। এ নিয়ে পুরুষ মৃত্যুবরণ করেছে ১৭ হাজার ৯৫৬ জন। এ ছাড়া নারী মৃত্যুবরণ করেছেন তিনজন। নারীর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১০ হাজার ১১৪ জন।
মৃত্যুবরণকারীদের মধ্যে ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে দুজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুজন। ঢাকা বিভাগে পাঁচজন, চট্টগ্রাম বিভাগে একজন এবং রাজশাহী বিভাগে একজন মৃত্যুবরণ করেন।
সরকারি হাসপাতালে পাঁচজন ও বেসরকারি হাসপাতালে দুজন মৃত্যুবরণ করেছেন।
দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চে। ওই বছরের ১৮ জুন তিন হাজার ৮০৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার মধ্য দিয়ে লাখ ছাড়িয়েছিল করোনার রোগী। সেদিন পর্যন্ত মোট শনাক্ত ছিল এক লাখ দুই হাজার ২৯২ জন। এ ছাড়া দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।