করোনা : কুড়িগ্রামে ভাড়া বাসায় ঠাঁই হয়নি গৃহকর্মীর, পাশে দাঁড়াল পুলিশ
করোনা আক্রান্ত সন্দেহে এলাকাবাসীর বাঁধার মুখে ভাড়া বাসায় জায়গা হলো না এক গৃহকর্মীর। পরে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) প্রচেষ্টায় নিরাপদ আশ্রয় খুঁজে পেয়েছেন চল্লিশোর্ধ শামীমা আক্তার শিউলি।
গতকাল শুক্রবার রাতে তাঁর খাবারসহ যাবতীয় নিরাপত্তার ব্যবস্থা করেন ওসি মাহফুজার রহমান।
শিউলি কুড়িগ্রাম ভোকেশনাল মোড়ের অপূর্ব ছাত্রাবাসে রান্নার কাজ করেন। গত বৃহস্পতিবার ওই মেসের দুজন করোনা শনাক্ত হয়।
গতকাল শুক্রবার জানাজানি হলে বিকেলে একই এলাকার ভাড়া বাসায় শিউলিকে ঢুকতে দিচ্ছিল না বাসার মালিক ও এলাকাবাসী। রাস্তায় দাঁড়িয়ে সন্ধ্যা পর্যন্ত স্থানীয়রা কাউন্সিলরের কাছ থেকেও সহযোগিতা পাননি।
পরে, অসহায় শিউলির কুড়িগ্রাম সদর থানায় গিয়ে বিস্তারিত তুলে ধরেন। সব শুনে ওসি মাহফুজার রহমান ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ বিভিন্ন জায়গায় কথা বলে কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিনের বাসায় থাকার ব্যবস্থা করেন এবং নিজে গাড়িতে করে পৌঁছে দেন অসহায় সেই নারীকে।
ওসি মাহফুজার রহমান জানান, অসহায় শিউলির বিষয়টি নিয়ে পুলিশ সুপারকে অবহিত করা হয়। তাঁর নির্দেশে ওই নারীর নিরাপত্তা বিবেচনায় বিভিন্ন জায়গায় কথা বলে কুড়িগ্রাম-২ সদর আসনের সংসদ সদস্যের সম্মতিক্রমে তাঁর বাসায় থাকার ব্যবস্থা করা হয়। আজ শনিবার করোনা পরীক্ষার জন্য শিউলির নমুনা সংগ্রহের ব্যবস্থা করা হয়েছে।