কাঁচা আমের রং বদলে যায় স্প্রেতে, অবশেষে ধরা

Looks like you've blocked notifications!
সাতক্ষীরায় স্প্রে করে রঙ বদলানোর সময় ভ্রাম্যমাণ আদালত আম জব্দ করেন। ছবি : এনটিভি

কাঁচা আমের রং পাল্টে যায় স্প্রে রঙে। সেই আম বাজারজাত করা হয় বিভিন্ন জেলায়। টার্গেট রাজধানীর বাজার। সাতক্ষীরার আম আগে থেকে পেকে যাওয়াকে ঘিরে চলে এমন সব অবৈধ কার্যক্রম। অবশেষে ভ্রাম্যমাণ আদালত ধরেছেন হাতেনাতে। করেছেন জরিমানা। আর জব্দ আম নষ্ট করতে ফেলে দিয়েছেন পৌরসভার আবর্জনার ডাম্পিংয়ে।

জানা গেছে, গতকাল সোমবার রং বদলানো হচ্ছিল সাতক্ষীরায়। ঢাকার বাজারে বিক্রির জন্য প্রস্তুত করে রাখা হয়েছিল প্রায় ৫২৫ কেজি আম। আরও আমে চলছিল স্প্রে করে রং বদলানোর প্রক্রিয়া। এমন সময় হানা দেন ভ্রাম্যমাণ আদালত।

দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের শিমুলবাড়িয়া হাই স্কুলের পাশে আমবাগানে চলছিল এসব অবৈধ কার্যক্রম।

জানা গেছে, জেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) সুমনা আইরিনের ভ্রাম্যমাণ আদালত ওই আমবাগানে উপস্থিত হন। পরে সেখান থেকে সব আম জব্দ করে সাতক্ষীরা পৌরসভার আবর্জনার ডাম্পিংয়ে ফেলে দেন।

এ সময় লুৎফর রহমান নামে এক আম ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।