কাজ শেষে ঘরে ফেরা হলো না তিন শ্রমিকের

Looks like you've blocked notifications!
ফেনীর মুহুরীগঞ্জ এলাকায় লরির চাপায় নিহত তিন শ্রমিকের মরদেহ। ছবি : এনটিভি

ফেনীর মুহুরীগঞ্জ এলাকায় লরির চাপায় তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার রাত ৯টায় ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জ সমিতি বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন মোশারফ হোসেন, জহিরুল ইসলাম ও মো. সাজু। তাদের বাড়ি জামালপুরে। তাঁরা বিসিক এলাকায় ক্যাঙ্গারু গ্রুপের কারখানার শ্রমিক ছিলেন

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ক্যাঙ্গারু গ্রুপের সাতজন কর্মী কাজ শেষে ঘরে ফেরার সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মালবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুজন নিহত হয়। হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। আহত হয় আর চার পথচারী। পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

মুহুরীগঞ্জ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম ভূঞা জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। চালক পালিয়ে গেছে। লরিটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ছাড়া আহতদের হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।