কাপ্তাই হ্রদে গোসলে নেমে প্রাণ হারাল দুই কিশোর
রাঙামাটির কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে প্রাণ হারিয়েছে দুই কিশোর। আজ বুধবার দুপুরের দিকে এ মৃত্যুর ঘটনা ঘটে।
মৃত দুই কিশোর হলো আদনান (১৪) ও তার বন্ধু অংকন (১৫)। আদনান রাঙামাটির বন সংরক্ষক সুবেদার ইসলামের ছেলে।
শিশু দুটির স্বজনরা জানায়, আজ দুপুরের বন সংরক্ষকের বাংলোর কাছেই কাপ্তাই হ্রদে গোসল করতে নামে আদনান ও তার বন্ধু অংকন। কিন্তু দীর্ঘ সময়েও তাদের খোঁজ না পাওয়ায় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ডুবুরিরা এসে হ্রদের পানি থেকে দুই কিশোরকে মৃত অবস্থায় উদ্ধার করে।
রাঙামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শওকত আকবর দুই কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘হাসপাতালে আনার আগেই তারা মারা যায়। এখন তাদের পরিবারের সঙ্গে কথা বলে মৃতদেহ হস্তান্তর করা হবে।’
রাঙামাটি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা উদয়ন চাকমা বলেন, ‘দুপুর পৌনে ১টার দিকে আমরা খবর পাই যে, শহরের কেরানিপাহাড় এলাকায় দুই কিশোর পানিতে ডুবে নিখোঁজ হয়েছে। দ্রুত ঘটনাস্থলে গিয়ে ১০ মিনিটের মধ্যেই একজন এবং কিছু পরে অন্য কিশোরকে উদ্ধার করি। তাদের তাৎক্ষণিক রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুই কিশোরবন্ধু খেলা করছিল এবং পরে গোসল করতে হ্রদে নেমেছিল।’