কাভার্ডভ্যানচাপায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত

Looks like you've blocked notifications!
সড়ক দুর্ঘটনার এনটিভির প্রতীকী ছবি

রাজধানীর লালবাগ বেড়িবাঁধে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার (৩১ মার্চ) রাত ১০টার দিকে বেড়িবাঁধের শামীম গার্মেন্টসের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আজ শনিবার (১ এপ্রিল) সকালে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মুর্শেদ এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এস এম মুর্শেদ বলেন, ‘নিহত শিক্ষার্থীর নাম সানজিদা আক্তার তামান্না (২৭)। তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটির বিবিএ এর শেষ বর্ষের ছাত্রী। তিনি গতকাল রাতে ধানমণ্ডি থেকে ভাড়া করা মোটরসাইকেলে চড়ে কামরাঙ্গীচরের বাসায় যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে কাভার্ডভ্যানটি ধাক্কা দেয়। এতে চালক ছিটকে একপাশে পড়লেও তামান্নাকে চাপা দিয়ে চলে যায় কাভার্ডভ্যানটি।’

ওসি আরও বলেন, ‘মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক গভীর রাতে তামান্নাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

এস এম মুর্শেদ জানান, নিহত শিক্ষার্থীর বাবার নাম আবু তাহের। তার বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায়। বর্তমানে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় থাকেন। ঘটনার পরপরই কাভার্ডভ্যানটি জব্দ এবং চালককে আটক করা হয়েছে।