কাভার্ডভ্যানসহ বিপুল ভারতীয় শাড়ি জব্দ, আটক ২

Looks like you've blocked notifications!
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কাভার্ডভ্যান ভর্তি ভারতীয় শাড়ি জব্দ এবং কাভার্ডভ্যানের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। ছবি : এনটিভি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কাভার্ডভ্যান ভর্তি ভারতীয় শাড়ি জব্দ এবং কাভার্ডভ্যানের  চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুর ১২টায় ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ টোলপ্লাজা থেকে দুজনকে আটক এবং শাড়িসহ কাভার্ডভ্যানটি জব্দ করা হয়।

কাভার্ডভ্যানে ১১টি ডিজাইনের ৯০২টি ভারতীয় শাড়ি ছিল বলে জানিয়েছে পুলিশ।

আটক হওয়া কাভার্ডভ্যানের চালক গাজীপুরের টঙ্গী এলাকার মাহবুব হোসেন (২৮) এবং হেলপার একই এলাকার আল আমিন (২০)। 

পুলিশ সূত্রে জানা যায়, আশুগঞ্জ টোলপ্লাজায় পুলিশ চৌকি বসিয়ে তল্লাশি চালিয়ে ভারতীয় শাড়িসহ কাভার্ডভ্যান জব্দ এবং চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

আশুগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মুফিজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ টোলপ্লাজায় তল্লাশি চৌকি স্থাপন করে ভারতীয় শাড়িসহ চালক ও হেলপারকে আটক করা হয়েছে। জব্দ হওয়া মালামাল ও ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ রহমান বলেন, ‘জব্দ করা শাড়ির মূল্য প্রায় কুড়ি লাখ টাকা হবে।’