কারওয়ান বাজারের তিন পেঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা

Looks like you've blocked notifications!
প্রতীকী ছবি

রাজধানীর কারওয়ান বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ শনিবার বেলা ১১টায় অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযান শেষ হয় দুপুর সাড়ে ১২টায়।

এ অভিযানে তিন পেঁয়াজ ব্যবসায়ীকে মোট তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন মনজুর মোহাম্মদ শাহরিয়ার।

মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, ‘অভিযানে পেঁয়াজের আড়তে গিয়ে তিন ব্যবসায়ীকে মোট তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে দুটি দোকানকে রঙিন লাইটের কারণে এক হাজার টাকা করে দুই হাজার টাকা এবং একটি প্রতিষ্ঠানকে পাকা রশিদ না দেওয়ার কারণে এক হাজার টাকা জরিমানা করা হয়।’

অভিযানে মনজুর মোহাম্মদ শাহরিয়ার মুরগি বিক্রেতাদের দোকান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং শিটের ওপর মুরগি কাটার অনুরোধ করেন। এ ছাড়া মাছ বিক্রেতাদের অতিরিক্ত লাইট বন্ধ করার অনুরোধ জানান। এ সময় ক্রেতাদের অতিরিক্ত পণ্য না কেনার অনুরোধ জানান শাহরিয়ার।