কারাগারে নিরাপত্তা চেয়ে সাবেক এসপি বাবুল আক্তারের আবেদন

Looks like you've blocked notifications!
আদালত ভবন, চট্টগ্রাম। ছবি : এনটিভি

স্ত্রী মিতু হত্যা মামলায় কারাগারে বন্দী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের কারাগার কক্ষে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিনের তল্লাশির ঘটনায় তদন্ত চেয়ে আদালতে আবেদন করা হয়েছে। আজ সোমবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ ড. বেগম জেবুন্নেছার আদালতে আবেদন করেন বাবুল আক্তারের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মাওলা মুরাদ। 

এ বিষয়ে অ্যাডভোকেট গোলাম মাওলা মুরাদ বলেন, ‘হেফাজতে নিয়ে নির্যাতনের অভিযোগে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদারসহ ছয় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলার আবেদন করেন সাবেক পুলিশ সুপার মো. বাবুল আক্তার। অভিযোগের পর গত শনিবার ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন ফেনী কারাগারে প্রবেশ করেন। কারাগারে বাবুল আক্তারের কক্ষে দীর্ঘ সময় ধরে তল্লাশি করেন।’

তিনি বলেন, ‘জেল কোড অনুসারে থানায় কর্মরত একজন পুলিশ কর্মকর্তা কোনোভাবেই জেলা ম্যাজিস্ট্রেট এবং আদালতের লিখিত অনুমতি ছাড়া জেলখানায় প্রবেশ করতে পারেন না। জেল কোড অনুসারে এটি শাস্তিযোগ্য অপরাধ।’

এই ঘটনার তদন্ত ও বাবুল আক্তারের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ফেনী কারাগারের সুপারকে নির্দেশ প্রদানের আবেদন করা হয়েছে বলেও জানান এই আইনজীবী।