কালবৈশাখী ঝড়ে শঙ্খনদে নৌকা ডুবি, নিখোঁজ ১

Looks like you've blocked notifications!

সাতকানিয়ায় শঙ্খ নদে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে বালুবাহী একটি নৌকা ডুবে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। গতকাল বুধবার (২৯ মার্চ) বিকেল ৪টায় আমিলাইষ চর অঞ্চল সংলগ্ন শঙ্খ নদে কালবৈশাখী ঝড়ের সময় বালুবাহী নৌকাটি উল্টে যায়।

খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে। বিকেল থেকে ডুবুরি দল নিখোঁজ আব্দুল হামিদের (১৯) খোঁজে নদীতে তল্লাশি চালাচ্ছে। নিখোঁজ আব্দুল হামিদ চরতি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড খইন্নার বাড়ি এলাকার জাগির হোসেনের ছেলে।

নিখোঁজ হামিদের বড় ভাই মো. ইসমাইল বলেন, ‘ছোট ভাই নিয়মিত ট্রাকে বালু লোডের কাজ করত। আজ হঠাৎ কাউকে না জানিয়ে বালু তোলার এক নৌকার মালিকের সঙ্গে বালু তুলতে নদীতে চলে যায়। বিকেল ৩টার সময় কালবৈশাখী ঝড়ের সময় নৌকা উল্টে গেলে দুজন সাঁতার কেটে নদীর তীরে উঠতে পারলেও আমার ভাই নদীতে ডুবে নিখোঁজ হয়।’

সাতকানিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা এস এম হুমায়ুন কার্নায়েন বলেন, নৌকা ডুবে এক ব্যক্তি নিখোঁজের খবর পাওয়ার পরপর ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের লোকজন পাঠানো হয়েছে। পরে ডুবুরিদলের সদস্যরা নদের বিভিন্ন স্থানে নিখোঁজ ব্যক্তির সন্ধানে কাজ করছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত পৌনে ১০টা) তাঁর কোনো হদিস পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন সাতকানিয়া ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার কাজল। তিনি বলেন, ‘আমাদের একটি ইউনিট এখন পর্যন্ত ঘটনাস্থলে রয়েছে।’