‘কিছু আমলা রোজিনাকে নিয়ে সরকার ও গণমাধ্যমকে মুখোমুখি করেছে’

Looks like you've blocked notifications!
রোজিনা ইসলামের বিষয়ে আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের এক সভা অনুষ্ঠিত হয়। ছবি : সংগৃহীত

সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি দাবি নিয়ে সরকারের তিন মন্ত্রীর সঙ্গে দেখা করবেন সাংবাদিক নেতারা।

আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতারা অংশ নেন।

সভা শেষে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি কুদ্দুস আফ্রাদ সাংবাদিকদের বলেন, রোজিনা ইসলামের অবিলম্বে নিঃশর্ত মুক্তি এবং তাঁর মামলা প্রত্যাহারের দাবি নিয়ে আগামীকাল রোববার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আইনমন্ত্রী আনিসুল হক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত হয়েছে। আমরা আশা করি, সরকার রোজিনা ইসলামকে মুক্তি দিবে।

সভায় প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, ‘কিছু আমলা রোজিনা ইসলামের বিষয়টি নিয়ে সরকার ও গণমাধ্যমকে মুখোমুখি দাঁড় করিয়েছে। আমরা আশা করছি, আগামীকাল রোববার রোজিনা ইসলাম আদালতের আদেশে মুক্ত হয়ে আসবেন।’