কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আ.লীগের দুপক্ষের সংঘর্ষে আহত ২০

Looks like you've blocked notifications!
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ। ছবি : এনটিভি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। আজ বিকেলে উপজেলার পুলেরঘাট বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংবাদ সংগ্রহের জন্য উপস্থিত এক গণমাধ্যমকর্মীও এ সময় আহত হন।

গত বছরের ২২ জুলাই কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণার পর থেকে এ পর্যন্ত ১০টি সংঘর্ষের ঘটনা ঘটল।

বিভিন্ন সূত্রে জানা যায়, আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আজ বিকেলে পুলেরঘাট বাজারে দুটি পক্ষ কর্মসূচি ঘোষণা করে। এ নিয়ে উভয় পক্ষে উত্তেজনা সৃষ্টি ছড়িয়ে পড়ে। পরে বিকেল ৫টার দিকে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

সংঘর্ষ চলাকালে কিশোরগঞ্জ-ভৈরব সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। চ্যানেল ২৪-এর সাংবাদিক ফয়সাল আহমেদের মাথায় আঘাত লাগে। প্রথম আলোর সাংবাদিক আফছিলুল আজিজের মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। সংঘর্ষের খবর পেয়ে পাকুন্দিয়া ছাড়া জেলা সদর ও কটিয়াদী থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান বলেন, ‘বর্তমানে পরিস্থিতি শান্ত ও পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।’

এ বিষয়ে বারবার চেষ্টার পরও আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।