কিশোরগঞ্জে রাকিব হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

Looks like you've blocked notifications!
কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শাকড়িয়াইলে আলহাজ ওয়াজিদুল ইসলাম খান উচ্চ বিদ্যালয়ের সামনে কিশোর রাকিব মিয়া হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন। ছবি : এনটিভি

কিশোরগঞ্জে রাকিব মিয়া (১৬) নামে এক কিশোরকে হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১০ মে) সকাল ১১টায় সদর উপজেলার কর্শাকড়িয়াইলে আলহাজ ওয়াজিদুল ইসলাম খান উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন হয়।

স্থানীয় এলাকাবাসী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন চলে। মানববন্ধন চলাকালে বক্তারা অবিলেম্ব কিশোর রাকিব মিয়া হত্যায় জড়িত প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সদর উপজেলার কর্শাকড়িয়াইল ইউনিয়নের কড়িয়াইল গ্রামের কৃষক বাবুল মিয়ার ছেলে রাকিব মিয়া স্থানীয় একটি লেয়ার মুরগির ফার্মে পাহারাদার হিসেবে চাকরি করত। চলতি মাসের চার তারিখে ফার্ম সংলগ্ন আমড়াগাছ থেকে রাকিবের মরদেহ উদ্ধার করা হয়। তার পরিবারের দাবি হত্যার পর মরদেহ আমড়াগাছে ঝুলিয়ে রাখা হয়েছিল।

এ ঘটনায় রাকিবের মা রহিমা খাতুন বাদী হয়ে একটি হত্যা মামলা করলেও এখনও কোনো আসামিকে পুলিশ আটক করতে পারেনি।

কর্শাকড়িয়াইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যন মুসলেহ উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন বর্তমান চেয়ারম্যান বদর উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শহিদুল ইসলাম ভুইয়া ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুল হক বুলবুল, আলহাজ ওয়াজিদুল ইসলাম খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফ উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নূরুল হক খোকা এবং রাকিবের ছোট ভাই স্কুলছাত্র তাসরিফ।