কিশোরগঞ্জে সম্মেলন বাতিলের দাবিতে চোখে কালো কাপড় বেঁধে সংবাদ সম্মেলন

Looks like you've blocked notifications!
কিশোরগঞ্জে চোখে কালো কাপড় বেঁধে স্বেচ্ছাসেবক লীগের একাংশের সংবাদ সম্মেলন। ছবি : এনটিভি

দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতাদের স্বেচ্ছাচারিতার প্রতিবাদে এবং সম্মেলন বাতিলের দাবিতে চোখে কালো কাপড় বেঁধে সংবাদ সম্মেলন করেছে কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের একাংশ। 

আজ বৃহস্পতিবার দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম শাহজাহান।

সংবাদ সম্মেলনে বলা হয়, সম্প্রতি কিশোরগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন কমিটি গঠনের ক্ষেত্রে অনৈতিক কর্মকাণ্ড চলছে। অর্থনৈতিক লেনদেনও চলছে। কমিটি গঠনে দায়িত্বপ্রাপ্ত নেতারা তৃণমূল নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয়হীনতা ও স্বেচ্ছাচারমূলক আচরণ করছেন। 

সংবাদ সম্মেলন থেকে আগামী ২৬ নভেম্বর হতে চলা জেলার হোসেনপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন বাতিল করার দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি খায়রুল বাশার বকুল, তাসনীম সামজাদী বাপ্পী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার রনি, প্রচার সম্পাদক মোশাররফ হোসেন নিলয়, হোসেনপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী হাকিম তানিমসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।