কিশোরগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

Looks like you've blocked notifications!
কিশোরগঞ্জের অষ্টগ্রামে স্ত্রী চায়না আক্তারকে হত্যার মামলায় স্বামী ফায়েজ মিয়াকে আদালতে হাজির করা হয়। ছবি : এনটিভি

কিশোরগঞ্জের অষ্টগ্রামে স্ত্রী চায়না আক্তারকে হত্যার দায়ে স্বামী ফায়েজ মিয়াকে (৩০) যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছেন জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ সায়েদুর রহমান খান। আজ সোমবার দুপুরে আসামির উপস্থিতিতে তিনি এ রায় ঘোষণা করেন। রায়ে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী সরকারি কৌঁসুলি (পিপি) শাহ আজিজুল হক জানান, ২০১৯ সালে উপজেলার দেওঘর ইউনিয়নের মধ্য আলী নগর গ্রামের ছমির উদ্দিনের ছেলের সঙ্গে একই এলাকার আক্কাছ মিয়ার মেয়ে চায়না আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়। এরপর থেকে চায়না আক্তার বাবার বাড়িতে থাকতেন। বিয়ের ২২ দিন পর ৩০ জুলাই শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে রাতে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে চায়না আক্তারকে হত্যা করেন ফায়েজ।

ঘটনার পরদিন ৩১ জুলাই অষ্টগ্রাম থানায় চায়নার বাবা আক্কাস মিয়া বাদী হয়ে ফায়েজকে একমাত্র আসামি করে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা অষ্টগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) মো. চাঁন মিয়া ২০২১ সালের ২০ অক্টোবর অভিযোগপত্র দাখিল করেন। আসামি পক্ষে আব্দুল কুদ্দুস আইনজীবী হিসেবে ছিলেন।