কিশোরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা পণ্ড

Looks like you've blocked notifications!
কিশোরগঞ্জে জেলা সেচ্ছাসেবক লীগের বর্ধিত সভায় পাল্টাপাল্টি স্লোগান দেওয়াকে কেন্দ্র করে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে সংঘর্ষ। ছবি : এনটিভি

কিশোরগঞ্জে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের বর্ধিত সভায় পাল্টাপাল্টি স্লোগান দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বর্ধিত সভা পণ্ড হয়ে যায়। দফায় দফায় সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়। আজ শুক্রবার বিকেলে জেলা শিল্পকলা অডিটরিয়ামে আয়োজিত সভায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, সন্ধ্যায় বর্ধিতসভা শুরু হওয়ার পর সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ বক্তব্য দেওয়ার সময় পাল্টাপাল্টি স্লোগান শুরু হয়। একপর্যায়ে সভাপতি শরীফুল ইসলামের পক্ষের নেতাকর্মীদের সঙ্গে সাধারণ সম্পাদক শামীম আহম্মেদের লোকজনের হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সংঘর্ষ বাইরেও ছড়িয়ে পড়ে। সংঘর্ষের ঘটনায় স্থানীয় নেতাসহ বেশ কয়েকজন কর্মী আহত হয়।

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়ে কেন্দ্রীয় নেতারা মঞ্চ ত্যাগ করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

সভায় স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ আল কাফি মণ্ডল, ডা. উম্মে সালমা মুনমুন, তারেক মাহমুদ চৌধুরী পাপ্পুসহ অনেক কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন।

আব্দুল্লাহ আল কাফি মণ্ডল বলেন, ‘সভা না হওয়ার বিষয়টি আমরা কেন্দ্রীয় কমিটির নেতাদের অবহিত করব। এ ব্যাপারে কেন্দ্রীয় কমিটি তাদের সিদ্ধান্ত নেবে।‘

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, ঘটনাস্থলে থাকা পুলিশ তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।

এ বিষয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের কোনো বক্তব্য পাওয়া যায়নি।