কিশোর বাইকারের বেপরোয়া গতি কেড়ে নিল সাবেক স্বাস্থ্য কর্মকর্তার প্রাণ
অপ্রাপ্ত বয়স্কের হাতে মোটরবাইক। আর তাতেই প্রাণ গেল সাবেক উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শিশির রঞ্জন বৈষ্ণবের। বরিশালের বিএম কলেজ রোডের শ্রী শ্রী শংকর মঠ মন্দিরের সামনে গতকাল সোমবার রাতে ঘটে এ দুর্ঘটনা।
নিহত শিশির রঞ্জন নগরীর বিএম কলেজ রোড এলাকার বাসিন্দা। রাস্তা পার হচ্ছিলেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যার দিকে বাসা থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি মোটরসাইকেল শিশির রঞ্জনকে ধাক্কা দেয়। এ সময় তিনি রাস্তায় পড়ে গিয়ে মাথায় প্রচণ্ড আঘাত পান। পরে পথচারীরা তাঁকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক একপর্যায়ে তাঁকে মৃত ঘোষণা করেন।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। পরিবারের অভিযোগ না থাকায় পুলিশ একটি অপমৃত্যুর মামলা করেছে। এ ছাড়া লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’