কুমিল্লার ঘটনায় কয়েকজন চিহ্নিত, শিগগিরই গ্রেপ্তার : স্বরাষ্ট্রমন্ত্রী
কুমিল্লার ঘটনায় কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, শিগগিরই তাদের গ্রেপ্তার করা হবে। এরই মধ্যে কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে বলেও জানান মন্ত্রী। আজ বৃহস্পতিবার সচিবালয়ে এক বৈঠক শেষে এসব কথা জানান তিনি।
কুমিল্লার ঘটনার জেরে বুধবার সংঘর্ষ হয় শহরের নানুয়ার দীঘিসহ জেলার বিভিন্ন জায়গায়। একই জেরে সারা দেশের আরও বেশ কয়েক জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে দেশের বিভিন্ন জেলায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যাবস্থা। ২২ জেলায় মন্দিরসহ গুরুত্বপূর্ণ এলাকায় নামানো হয়েছে বিজিবি সদস্য।
এই প্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে বর্তমান পরিস্থিতি নিয়ে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান, গোয়েন্দা সংস্থার প্রধানসহ সরকারের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, কুমিল্লার ঘটনা অবশ্যই দুঃখজনক। এই ঘটনায় যারা জড়িত আমরা তাদের অবশ্যই খুঁজে বের করব।
এ সময় মন্ত্রী আরও বলেন, ‘এরই মধ্যে চাঁদপুরের হাজীগঞ্জে চারজন নিহত হয়েছেন। ঘটনায় সঙ্গে সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিয়োজিত করা হয়েছে। ইতোমধ্যে আমাদের গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনী এসব ঘটনা নিয়ন্ত্রণ করার জন্য ব্যবস্থা নিয়েছেন।’
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘এ ঘটনায় কেউ উসকানি দিলে তাকেও আইনের আওতায় আনা হবে। এ ছাড়া সামাজিক মাধ্যমেও গুজব ছড়ানোর চেষ্টা করলে তাদেরকে আইনের আওতায় আনা হবে।’