কুমিল্লার সমাবেশ থেকে সরকারকে লাল কার্ড দেখানো হবে : মোশাররফ

Looks like you've blocked notifications!
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ আজ শুক্রবার কুমিল্লা শহরে বিভাগীয় সমাবেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন। ছবি : সংগৃহীত

কুমিল্লা বিভাগীয় সমাবেশ থেকে ‘সরকারকে লাল কার্ড দেখানো হবে’ বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ। আজ শুক্রবার দুপুরে কুমিল্লা শহরে বিভাগীয় সমাবেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।  

মোশারফ হোসেন বলেন, ‘ঢাকা বিভাগীয় সমাবেশের জন্য নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমরা অনুমতি চেয়েছি। সরকারের পক্ষ থেকে ইজতেমার মাঠ ও পূর্বাচলে সমাবেশ করার কথা বলেছিল। স্বরাষ্ট্রমন্ত্রী যখন সোহরাওয়ার্দী উদ্যান পর্যন্ত আসছেন, পল্টন পর্যন্তও আসবেন।’

নেতাকর্মীদের ওপর অত্যাচার নির্যাতনের কথা উল্লেখ করে মোশাররফ বলেন, ‘কুমিল্লা বিভাগের প্রায় প্রতিটি জেলা উপজেলায় গণসমাবেশকে কেন্দ্র করে সরকারি দল এবং পুলিশ নারকীয় তাণ্ডব চালাচ্ছে। তবে তারা যতই নির্যাতন নিপীড়ন করুক কুমিল্লা বিভাগবাসীকে আগামীকাল কোনো অপশক্তি দমিয়ে রাখতে পারবে না। কুমিল্লায় ঐক্যবদ্ধ মুক্তিকামী জনতা আগামীকাল ঐতিহাসিক টাউন হল ময়দান থেকে শেখ হাসিনার অনির্বাচিত অবৈধ সরকারকে লাল কার্ড প্রদর্শন করবে।’ 

সমাবেশের পূর্বে সার্বিক পরিস্থিতি তুলে ধরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘ইতোমধ্যে সরকার ও তাদের মদদপুষ্ট পুলিশবাহিনী কুমিল্লা বিভাগের বিভিন্ন জেলা উপজেলার প্রত্যন্ত অঞ্চলে তাণ্ডব শুরু করেছে। তাদের হিংস্রতা থেকে নারী, শিশু, এমনকি গর্ভবতী নারীরাও রেহাই পাচ্ছে না।’

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মোস্তক মিয়া, সহসাংগঠনিক সম্পাদক মো. সায়েদুল হক সাঈদ, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিনুর রশিদ ইয়াসিন, বিএনপিনেতা অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়া, হেলাল খান, মো. মেজবা, অ্যাডভোকেট রফিক সিকদার, ইকরামুল হক বিপ্লব, শেখ মোহাম্মদ শামীম, সালাউদ্দিন ভূঁইয়া শিশির, হেনা আলাউদ্দিন, হাজী মোহাম্মদ জসিম উদ্দিন, উদবাতুল বারী আবু, ইউসুফ মোল্লা টিপু, বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার, বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান প্রমুখ।