কুমিল্লায় ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত, মহাসড়ক অবরোধ

Looks like you've blocked notifications!
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহতের ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে এলকাবাসী। ছবি : এনটিভি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় ট্রাকচাপায় সাদিয়া আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রেখেছেন স্থানীয় জনতা ও স্কুলের শিক্ষার্থীরা। এতে মহাসড়কের দুই পাশে অন্তত ১০ কিলোমিটার জুড়ে যানজট সৃষ্টি হয়েছিল। পরে দুপুরে প্রশাসনের আশ্বাসে অবরোধ বন্ধ করেন এলাকাবাসী।

আজ শনিবার সকাল সাড়ে ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার তীরচর এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত সাদিয়া আক্তার কুমিল্লার চান্দিনার তীরচর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। সে গোমতা ইশফিয়া উচ্চ বিদ্যালয় নবম শ্রেণির ছাত্রী।

প্রত্যক্ষদর্শী নিহতের সহপাঠী রিফাত জানায়, শনিবার স্কুল বন্ধ থাকায় বিদ্যালয়ে প্রাইভেট পড়ে মহাসড়ক পারাপারের সময় ঢাকাগামী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় স্কুলের শিক্ষার্থীরা ও স্থানীয় জনগণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। নিহত স্কুলছাত্রীর মরদেহ মহাসড়কে রেখে অবরোধ চলছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীল, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) ফয়েজ ইকবালসহ চান্দিনা থানা ও হাইওয়ে পুলিশ চেষ্টা চালিয়ে দুপুর সোয়া ২টায় মহাসড়ক অবরোধ মুক্ত করলে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। 

দাউদকান্দি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফয়েজ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,‌‌ ‘ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।’