কুমিল্লায় পাল্টাপাল্টি সমাবেশে দুজন গুলিবিদ্ধ, এলডিপির মহাসচিব গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ। ফাইল ছবি

কুমিল্লার চান্দিনা ডিগ্রি কলেজ ক্যাম্পাসে আজ সোমবার দুপুরে আওয়ামী লীগ ও এলডিপির পাল্টাপাল্টি সমাবেশ চলাকালে দুজন গুলিবিদ্ধ হয়েছে। এসময় এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন স্বেচ্ছাসেবক লীগের নাজমুল হাসান (২৭) ও মাহমুদুল হাসান জনি (২৬)। তাঁদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি ক্যাজুয়েলটি বিভাগে ভর্তি করা হয়।

সমাবেশস্থল থেকে গুলিবিদ্ধ একজনকে হাসপাতালে নেওয়া হচ্ছে। ছবি : এনটিভি

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, আওয়ামী লীগ ও এলডিপির পাল্টাপাল্টি সমাবেশ চলাকালে এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদের গাড়ি সমাবেশস্থলে আসার মুহূর্তে আওয়ামী লীগের নেতাকর্মীরা গাড়ি লক্ষ্য করে ধাওয়া করে। এসময় গাড়িতে অবস্থানরত এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ গাড়ির ভেতর থেকে গাড়ির জানালা দিয়ে নিজের ব্যবহার করা পিস্তল থেকে দুই রাউন্ড গুলি ছুড়েন। এতে দুজন গুলিবিদ্ধ হয়। ঘটনার পরপরই পুলিশ ড. রেদোয়ান আহমেদকে তার ব্যবহার করা পিস্তলসহ গ্রেপ্তার করেন।

কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো. ফয়েজ ইকবাল ড. রেদোয়ান আহমদকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।