কুমিল্লায় র‌্যাবের অভিযানে গাঁজাসহ তিন নারী গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
আজ শুক্রবার র‌্যাব-১১ এর কুমিল্লার আভিযানিক দল তিন নারীকে গ্রেপ্তারসহ সাড়ে ২২ কেজি গাঁজা উদ্ধার করেছে। ছবি : এনটিভি

র‌্যাব-১১ কুমিল্লার একটি আভিযানিক দল তিন নারীকে মাদক চোরাকারবারির অভিযোগে সাড়ে ২২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে। শুক্রবার দুপুরে গোপন খবর পেয়ে কুমিল্লার চান্দিনা থানার রাঢ়ির চর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিন নারী হলেন- দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার জারবাড়ি গ্রামের হাজেরা বেগম, একই এলাকার মৃত জহিরুল ইসলামের স্ত্রী রাবেয়া আক্তার ও কুলসুম আক্তার।

কুমিল্লা র‌্যাব-১১ এর কোম্পানি অধিনায়ক (উপপরিচালক) মেজর মোহাম্মদ সাকিব হোসেন তিন নারীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, র‌্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার তিন নারী একে অপরের যোগসাজশে দীর্ঘদিন যাবত মাদক চোরাকারবারির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে কুমিল্লার চান্দিনা থানায় মাদকদ্রব্য চোরাকারবারি আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।