কুমিল্লায় হাত-মুখ বাঁধা তরুণীর মরদেহ উদ্ধার

Looks like you've blocked notifications!
কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের মস্তফাপুর এলাকায় ফারজানার মরদেহ উদ্ধারের সময় জনতার ভিড়। ছবি : এনটিভি

কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের মস্তফাপুর এলাকায় ফারজানা (২৮) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে ইউনিয়নের লালমাই পাহাড়ের নিচ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, হত্যার পর রাতেই তাঁকে ফেলে গেছে হত্যাকারীরা।

নিহত ফারজানা কুমিল্লা সদরের কালিরবাজার ইউনিয়নের আলেখারচর এলাকার জাহাঙ্গীর আলমের মেয়ে। তিনি পাশের অলিপুর এলাকার অটোচালক ইকবালের স্ত্রী।

জানা গেছে, তিন দিন আগে মাদক নিরাময় কেন্দ্র থেকে বাড়ি ফেরেন ইকবাল। এরপর গতকাল শনিবার বিকেলে ফাজনাকে বাবার বাড়ি থেকে নিজের বাড়িতে নিয়ে আসেন।

পরে স্বামী ইকবাল মুঠোফোনে ফরজানার মৃত্যুর খবর তাঁর (ফারজানার) বাড়ির লোকদের জানান।

খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ক্যান্টনমেন্ট নাজিরা বাজার ফাঁড়ির পুলিশ। ফাঁড়ির ইনচার্জ মো. মহিউল ইসলাম বলেন, ‘লাশের মাথায় বড় বড় আঘাতের চিহ্ন। তার হাত ওড়না দিয়ে বাঁধা, আর মুখ গামছা দিয়ে বাঁধা। এটা নিশ্চিত হত্যাকাণ্ড।’

মহিউল ইসলাম আরও বলেন, ‘লাশের সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। ঘটনার পর থেকে তাঁর স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন পলাতক।’