কুলখানিতে যাওয়ার পথে ট্রেনে কাটা পড়ে দাদা-নাতির মৃত্যু

Looks like you've blocked notifications!
সিরাজগঞ্জে কুলখানিতে যাওয়ার পথে ট্রেনে কাটা পড়ে দাদা-নাতির মৃত্যুর পর স্থানীয়দের ভিড়। ছবি : সংগৃহীত

কুলখানিতে যাওয়ার পথে সিরাজগঞ্জের জামতৈল রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে দাদা নাতির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর একটার দিকে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কামারখন্দ উপজেলার কাজীপুরা গ্রামের মৃত আয়নাল হক মুন্সির ছেলে আব্দুল মান্নান (৭৩) ও তাঁর নাতি জুনায়েদ হোসেন (৮)।

সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, কামারখন্দ উপজেলার দশসিকা গ্রামে এক আত্মীয়ের কুলখানিতে যাওয়ার জন্য নাতি জুনায়েদকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হন বৃদ্ধ আব্দুল মান্নান। তারা জামতৈল রেলস্টেশন এলাকার ওভারব্রিজ ব্যবহার না করে রেললাইনের উপর দিয়ে পারাপার হচ্ছিলেন। এসময় ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সঙ্গে তাদের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে নিহতদের স্বজনরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।