কুলিয়ারচরে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ৯
কিশোরগঞ্জের কুলিয়ারচরের রামদি ইউনিয়নের বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের অভিযোগ উঠেছে। এসময় ৯জন আহত হয়েছেন, আটক করা হয়েছে ছয় নেতাকর্মীকে। এদিকে, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করেছে।
আজ শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে রামদি ইউনিয়নের আগরপুর বাসস্ট্যান্ড এলাকায় দলটির কর্মসূচি চলাকালে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—রামদি ইউনিয়নের ছাত্রদল সহসভাপতি আবু সাঈম, দপ্তর সম্পাদক আশিকুর রহমান নয়ন, সাজন মিয়া, কানন মিয়া, লুৎফর রহমান, খোকন মিয়া, রাসেল মিয়া, তানভির ও খোকন মিয়া।
জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা আজ পদযাত্রা করে। পদযাত্রা নিয়ে তারা আগরপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে তাদের বাধা দেয় পুলিশ। এসময় বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে, পরে তা সংঘর্ষে রূপ নেয়।
অভিযোগ আছে, পুলিশ ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করেছে।
এ বিষয়ে জানতে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফার মুঠোফোনে বারবার চেষ্টার পরও যোগাযোগ সম্ভব হয়নি।
ভৈরব সার্কেল সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. দেলোয়ার হোসেন বলেন, ‘আমি পিএমের ডিউটিতে আছি। এই ঘটনাটি শুনিনি। জেনে আপনাকে বিস্তারিত জানাচ্ছি।’