কুষ্টিয়ার কাবিল অ্যাগ্রো ফুডকে জরিমানা
কুষ্টিয়ার খাজানগর চালের মোকামে অন্য ব্যান্ডের চাল প্রস্তুত করার অপরাধে কাবিল অ্যাগ্রো ফুডকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত বাজার মনিটরিং টাক্সফোর্স।
আজ বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিত্বে ওই মিলে অভিযান চালায় বাজার মনিটরিং টাক্সফোর্স। এ সময় মিলে রশিদ অ্যাগ্রো ফুডের নামে বিভিন্ন জাতের চাল প্রস্তুত করতে দেখা যায়। পাশাপাশি ওই মিলের গুদামে বিপুল ধানেরও মজুদ দেখতে পায় টাক্সফোর্স।
মিলের ম্যানেজার আমিনুল হক অপরাধ স্বীকার করেন। এর পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট কুষ্টিয়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দবির উদ্দিন কাবিল অ্যাগ্রো ফুডকে ৩০ হাজার টাকা জরিমানা করেন।
এ সময় জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবির নাথ চৌধুরীসহ বাজার মনিটরিং টাক্সফোর্সের সদস্যরা উপস্থিত ছিলেন।